Monday, January 20, 2025

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনরায় প্রকাশের দাবিতে বিক্ষোভ

 

তিস্তা নিউজ ডেস্ক ঃ মেডিকেলসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় কোটা বাতিল এবং মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন।


বিক্ষোভ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিন সরকার বলেন, বর্তমান সময়ে এসে আমরা কোনোভাবে কোটা প্রথাকে বরদাশত করবো না। শেখ হাসিনা এই কোটা প্রথাকে ব্যবহার করে আমাদের মাঝে 'ডিভাইড এন্ড রুল পলিসি' চালু রেখেছিল। কেউ কার্ড আমরা নতুন বাংলাদেশে আর খেলতে দেবো না। চেতনা ব্যবসা এই বাংলাদেশে আর চলবে না।

বিক্ষোভ কর্মসূচিতে ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী বিজয় কৃষ্ণ চক্রবর্তী বলেন, আমরা জুলাই আন্দোলন করেছি মূলত সমতা বিধানের জন্য। কিন্তু, মেডিকেল ভর্তি পরীক্ষায় সেই সমতা বিধান হয়নি। গতকাল মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এখানে দেখা গেছে মুক্তিযুদ্ধা কোটার কারণে পর্যাপ্ত নাম্বার থাকার কারণে অনেক যোগ্য শিক্ষার্থীই ভর্তি হবার সুযোগ পায়নি। অনেকে ৪০ নাম্বার পেয়েও ভর্তি হতে পারবে আবার অনেকে ৭০ নাম্বারের বেশি পেয়েও ভর্তি হতে পারবে না- এটা হতে পারে না।



শেয়ার করুন