Monday, February 3, 2025

খালেদা জিয়াকে পাক প্রধানমন্ত্রী শাহবাজের চিঠি



তিস্তা নিউজ ডেস্ক ঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গত ৩১ জানুয়ারি লেখা চিঠিতে খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিশাল ব্যক্তিত্ব উল্লেখ করে তার রোগমুক্তি কামনা করেছেন পাক সরকারপ্রধান। রোববার বিকালে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পত্রটি পাঠানো হয়েছে।

চিঠিতে শাহবাজ শরিফ বলেছেন, ‘আমি আপনাকে যখন এ চিঠি লিখছি, তখন আপনি আপনার প্রিয়জনদের নিয়ে ভালো আছেন এ প্রত্যাশা করি। আপনার স্বাস্থ্যগত সমস্যার কথা জেনে আমি খুবই উদ্বিগ্ন। আমি আপনার দ্রুত সম্পূর্ণ আরোগ্য কামনা করছি। আপনি বাংলাদেশের ইতিহাসে এক বিশাল ব্যক্তিত্ব। মানুষের কল্যাণে আপনার অবিচল প্রতিশ্রুতি বহু মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি আপনার সুস্বাস্থ্য ও কল্যাণের জন্য দোয়া করছি। আপনি, আপনার পরিবার ও সমর্থকদের সঙ্গে আছে পাকিস্তান। সর্বশক্তিমান আল্লাহ সব ধরনের রোগ থেকে আপনাকে মুক্তি দিয়ে সুস্বাস্থ্য দান করুন।’

উন্নত চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন খালেদা জিয়া। গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ছাড়েন। যুক্তরাজ্যে পৌঁছার পর তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর যুক্তরাজ্যে অবস্থানরত তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করছেন তিনি। বেগম খালেদা জিয়া ডায়াবেটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।


সূত্র ঃ দৈনিক আমারদেশ।


শেয়ার করুন