Saturday, February 1, 2025

সম্পাদকীয়: ইমাম-মুয়াজ্জিনদের উপযুক্ত বেতন - ভাতা নিশ্চিত হোক



বাংলাদেশে যেসব শ্রেণি-পেশার মানুষেরা সবচেয়ে বেশি অবহেলার শিকার, তার মধ্যে ইমাম-মুয়াজ্জিনরা অন্যতম। বিশেষ করে গ্রামগঞ্জের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা। মাস শেষে সর্বসাকুল্যে সাত-আট হাজার টাকা বেতন পান তারা। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এই সময়ে এই টাকা যে কিছুই হয় না, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার পরও স্বল্প আয়ের এই মানুষগুলো মসজিদে-মক্তবে লেগে আছেন। নিজেদের সবটুকু মেধা ও শ্রম ব্যয় করছেন। বেকারত্বের পরিবর্তে এসবও একটা সুন্দর কর্মসংস্থান সন্দেহ নেই; কিন্তু তাতে যে বেতন ও সুযোগ-সুবিধা তা পরিমাণে নিতান্তই অল্প, একটি পরিবার এমনকি একজনের চলার জন্যও যথেষ্ট নয়। তবু তারা কষ্টেসৃষ্টে দিনাতিপাত করছেন কোনো গত্যন্তর না থাকার কারণে।

এ ধরনের পরিস্থিতিতে ইমাম-মুয়াজ্জিনদের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব, সরকারের দায়িত্ব তো বটেই। তবু যেহেতু তাদের বেতনের সবটুকুই আসে জনসাধারণের পক্ষ থেকে, তাই জনসাধারণকেই ভাবতে হবে তাদের উন্নতি নিয়ে। বিশেষ করে রোজা ও দুই ঈদে তাদের মাসিক বেতনের পাশাপাশি বোনাসের ব্যবস্থা রাখা দরকার, যাতে অন্তত এ সময়টা তারা স্বচ্ছন্দে পার করতে পারেন। এছাড়া স্বাভাবিক বেতনের হার থেকে কীভাবে আরও বাড়ানো যায়, একটা পরিবার যাতে স্বচ্ছন্দে চালানো যায়, তেমন বেতন-ভাতা নিয়েও ভাবার জন্য জোর দাবি জানাচ্ছি।


শেয়ার করুন