শনিবার (১ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তারা। মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
অবস্থান কর্মসূচীতে শিক্ষার্থীরা অছাত্ররা কেন কাউন্সিল রুমে? প্রশাসন জবাব দে ,অছাত্রদের ঠিকানা এই ক্যাম্পাসে হবেনা, আদু ভাইয়ের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ,জাকসু চাই জাকসু চাই দিতে হবে দিতে হবে ,আজকেই তফশীল ঘোষনা করো করতে হবে,বাহানা দিয়ে জাকসু বানচাল করা যাবেনা, জাকসু নিয়ে টালবাহানা করতে দেওয়া হবেনা সহ বিভিন্ন স্লোগান দেয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, তফশীল ঘোষনা বিকেলে হওয়ার কথা থাকলেও এখনো হচ্ছে না। অছাত্ররা প্রশাসনের সাথে মিটিং করছে। প্রশাসন কে হুশিয়ার করতে চাই অছাত্রদের আস্তানা এই ক্যাম্পাসে হবে না৷ আজকের মধ্যেই জাকসুর তফশিল ঘোষণা করতে হবে।
অর্থনীতি বিভাগ ছাত্র সংসদের সাধারন সম্পাদক শাওন বলেন, ৫ আগস্টের আগে যেভাবে একদল হামলা-অরাজকতা করতো একই ভাবে এখন আরেক দল করছে, ওদের যেভাবে তাড়িয়েছি সেভাবে আবার রাজপথে আমাদের দাড়াতে হবে। আমরা শিক্ষার্থী সংসদ চাই। ক্যাম্পাসে অছাত্রদের রাজনীতি চাই না। আমরা প্রশাসনকল জানাতে চাই আজকেই তফসিল ঘোষনা দিতে হবে।
৪৮ নৃবিজ্ঞান বিজ্ঞান বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মেহের আফরোজ শাওঁলি বলেন, ৫ আগস্টের পর আমরা চাইনি আবার ছাত্রলীগ মতো কেও ছড়ি ঘুরাক, ত্রাশের রাজনীতি চলুক। কারা জাকসু বানচাল করতে চায় তাদের আমরা চিনি। প্রশাসনের সাহস কিভাবে হয় অছাত্রদের প্রশাসন বিল্ডিংয়ের সামনে আন্দোলন করতে দেয়। ভিসি আমাদের ভয় দেখায় জাকসু দিতে গিয়ে লাশ পড়লে তখন কি হবে। ভিসিকে বলতে চাই এসব নাটক কম করো পিও। আজকের মধ্যেই জাকসুর তফসিল ঘোষণা করতে হবে।
এর আগে, বিকালে জাকসু নির্বাচনের আগে সংস্কারের দাবিতে বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
পরে হলের প্রভোস্টদের সাথে মিটিং শেষে উপাচার্য কামরুল আহসান বলেন, বর্তমান পরিবেশ পরিশোধের পরামর্শ কমে আমরা নির্বাচনে তফসিল ঘোষণা করতে পারছি না। শিক্ষার্থীদের নিয়ে নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা একটি যৌক্তিক তফসিল ঘোষণা করতে চাই। তাই আগামী ৬ সেপ্টেম্বর এ বিষয়ে পূর্ণাঙ্গ ঘোষণা আসবে সে সময় পর্যন্ত শিক্ষার্থীদের কাছে সময় চেয়ে নিচ্ছি।
প্রসঙ্গত, পুর্বের ঘোষণা অনুসারে গতকাল ১ লা ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা ছিল।
সূত্র ঃ দৈনিক ইনকিলাব।