Thursday, February 6, 2025

নীলফামারীতে ৬২ লক্ষ ৪০ হাজার টাকার কোকেন-হেরোইন উদ্ধার



মাহমুদ আল হাছান (নীলফামারী) ঃ 
নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল মিল এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯৭০ গ্রাম হেরোইন এবং ৮৬০ গ্রাম কোকেন উদ্ধার করেছে নীলফামারী (৫৬ বিজিবি) ব্যাটালিয়ন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় বিজিবির একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জানাযায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দারোয়ানি টেক্সটাইল এলাকায় বিজিবি ব্যাটালিয়ন সদর এর ১নং গেটের সামনে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে এই মাদক দ্রব্য উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬২ লক্ষ ৪০ হাজার টাকা।

এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, সদর দফতর বিজিবির নির্দেশনা অনুযায়ী, দায়িত্বপূর্ণ এলাকায় মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশ হতে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে।

যে কোন মূল্যে ৫৬ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। মাদকের বিরুদ্ধে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, জানিয়েছেন বিজিবি ৫৬ ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়ক, মেজর রিয়াদ মোর্শেদ।


শেয়ার করুন