Wednesday, February 5, 2025

কারও কবরের পাশে খতম পড়ানো প্রসঙ্গে।

 


প্রশ্ন : আমার বড় ভাই ইন্তিকাল করেছেন, এখন তার ঈছালে ছাওয়াবের জন্য হুজুর এনে তার কবরের পাশে খতম পড়াতে পারবো কি?



উত্তর : পারবেন না। কারণ, কবরের পাশে হুজুর এনে দোয়া করানোর বিধান ইসলামী শরীয়তে নেই। মৃত ব্যক্তিকে উপকার করার উপায় হচ্ছে তার জন্য নফল দান সদকা করা এবং তার মাগফেরাতের দোয়া করা। এজন্য কোনো অনুষ্ঠান বা কবরের পাশে যাওয়া প্রয়োজন নেই।


উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী।


শেয়ার করুন