Wednesday, February 5, 2025

দিনাজপুরে ৪ কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

 


জেলা প্রতিনিধি ( দিনাজপুর) ঃ দিনাজপুরের বীরগঞ্জে ভারত পাচারকালে প্রায় চার কোটি টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১৩)। এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফাইট লে. মো. সাইফুল্লাহ নাঈম ও বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। 

নীলফামারী ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ র‌্যাব-১৩ ও থানা পুলিশের একটি অভিযানিক দল সেখানে জনৈক মো. খোরশেদ আলম (৫০) এর বসতবাড়ির পশ্চিমে উঠানে অভিযান চালিয়ে একই গ্রামের মৃত আবেদ আলী এর ছেলে মো. আক্কাছ আলী (৫২) কে একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। আসামির স্বীকারোক্তি ও দেখানো মতে, ওই বসতবাড়ির দক্ষিণ দিকের লাউ গাছের মাচার নিচে প্রায় ৮ ইঞ্চি মাটি খনন করে ৬৬ ইঞ্চি দৈর্ঘ্য, ৩০ ইঞ্চি প্রস্থ, যাহার মধ্যে একটি সরস্বতী ও লক্ষ্মী মূর্তিসহ মোট ১৩টি ছোটমুর্তি খোদাই করা আছে এবং ৩৯৫ কেজি ওজনের কষ্টিপাথরের কালো রঙের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়।

র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, উদ্ধারকৃত মূর্তির আনুমানিক মূল্য ৩ কোটি ৯৫ লাখ টাকা। অভিযানের সময় ঘটনার সঙ্গে জড়িত অপর এক আসামি পলাতক রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, তারা দীর্ঘদিন ধরে মূর্তি ব্যবসার সঙ্গে জড়িত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মূর্তি চোরাচালান করে আসছে

শেয়ার করুন