Wednesday, April 9, 2025

জলঢাকায় আলোকিত পরিবার ও সমাজ গঠনের লক্ষে তাক্ওয়া কনফারেন্স অনুষ্ঠিত



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় আলোকিত পরিবার ও সমাজ গঠনের লক্ষে তাক্ওয়া কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে এ কনফারেন্স অনুষ্ঠানের উদ্বোধন করেন তাক্ওয়া চ্যারিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাইখ মোহাম্মদ আব্দুর রহমান।

এ উপলক্ষে তাক্ওয়া চ্যারিটি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির ভাইস চেয়ারম্যান হাকিম এনায়েতুর রহমান দুলাল, শফিকুল ইসলাম বিএসসি, তাক্ওয়া চ্যারিটি ফাউন্ডেশনের সহ সভাপতি শাইখ মোহাম্মদ আব্দুল কুদ্দুস, শিক্ষক শাইখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, প্রভাষক হাবিবুর রহমান, মডেল কেয়ার ইসলামিক ফাউন্ডেশনের আব্দুল আজিজ আলম ও শাইখ আব্দুন নুর প্রমুখ। আলোচনা সভায় তাক্ওয়া ও সমাজের সামাজিক উন্নয়ন নিয়ে বক্তব্য দেন বক্তারা।

এসময় ফাউন্ডেশনটির উপদেষ্টা কাজী রেফাজ উদ্দিন, উজ্জ্বল আক্তার মুন্না ও সাদ্দাম হোসেন 

উপস্থিত ছিলেন।


শেয়ার করুন