Wednesday, April 16, 2025

পেশাজীবিদের সাথে জাতীয় নাগরিক পার্টির মত-বিনিময় সভা অনুষ্ঠিত

 

মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজ

জাতীয় নাগরিক পার্টি- NCP জলঢাকা উপজেলার উদ্যোগে উপজেলার বিভিন্ন পর্যায়ের পেশাজীবি গানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার রাত ৯'০০ টায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন এনসিপি'র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক, জুলাই আন্দোলনের অকুতোভয় ছাত্রনেতা, জননেতা জনাব আবু সাঈদ লিওন। অনুষ্ঠানে উপস্থিত শতাধিক পেশাজীবির সাথে আন্তরিক পরিবেশে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পেশাজীবিগন দেশের চলমান রাজনীতি ও এলাকার উন্নয়নে এনসিপির প্রতি সাধারন জনগনের আকাঙ্খা সম্পর্কে স্বতস্ফুর্তভাবে তাদের নিজস্ব মতামত তুলে ধরেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতি অটল থাকার জন্য সবাই পরামর্শ প্রদান করেন। ফ্যাসিস্টের বিচারের আগে নির্বাচন না করার বিষয়ে সরকারের প্রতি চাপ অব্যাহত রাখার প্রতি সবাই তাদের সমর্থন ব্যক্ত করেন।

মতবিনিময় শেষে প্রধান অতিথি পেশাজীবিগনের সাথে নৈশ ভোজে মিলিত হন।


শেয়ার করুন