তিস্তা নিউজ ডেস্ক ঃরংপুর নগরীতে বুধবার ১৫ এপ্রিল আধাবেলা ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সব দোকানপাট বন্ধ রাখা হবে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে সংগঠনের প্রেসিডেন্ট আকবর আলী ও মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী সংবাদ সম্মেলনে জানান, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বুধবার (১৬ এপ্রিল) রংপুর নগরীর সুপারমার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ, ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ ও ফিলিস্তিনে শহীদদের জন্য দোয়া কর্মসূচি পালন করা হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি চলাকালে নগরীর সব দোকানপাট বন্ধ থাকবে।
এতে রংপুর নগরীর ১৫৬টি ব্যবসায়ী সংগঠনের নেতা, শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবীদসহ নানা-শ্রেণি পেশার মানুষ সংহতি জানিয়ে অংশ নেবে।