Sunday, April 6, 2025

জলঢাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩ জন


বদিউজ্জামান জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (০৬এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার কাঠালী ইউনিয়নের চৌধুরীর হাট এলাকায় রংপুর -চিলাহাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- চৌধুরীর হাট আশ্রয়ন এলাকার মন্জুরুল এর ছেলে নয়ন(১৮) ও নীলফামারী সদর উপজেলার খামারপাড়ার এলাকার মকবুল হোসেন এর ছেলে মনিউল(২৫) ও সদর উপজেলার কুটি পাড়ার দুলু মিয়ার ছেলে কবিনুর(৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে মোটরসাইকেলযোগে নয়ন চৌধুরী হাট থেকে টেংগনমারীর  দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মনিউল ও কবিনুর চৌধুরী হাট এলাকায়  পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে দুই মোটরসাইকেলের ৩ জনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । আহতদের মধ্যে নয়ন(১৮) এর অবস্থা খুব খারাপ বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন