Monday, April 7, 2025

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জলঢাকায় বিক্ষোভ মিছিল



হাকিম বদিউজ্জামান জলঢাকা ঃ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নীলফামারীর জলঢাকায়  ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী,ও সাধারণ জনতা।

সোমবার (৭ মার্চ) বেলা ১১টা থেকে জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জলঢাকার আপামর ছাত্র জনতা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বিক্ষোভে অংশ নেন। আয়োজক কমিটির নাহিদ বলেন, দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ রাস্তায় নেমেছি। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই।



শেয়ার করুন