Friday, April 25, 2025

চীনের দেয়া হাসপাতালের জন্য দিনাজপুর বাসীর স্মারকলিপি প্রদান



তিস্তা নিউজ ডেস্ক ঃ চীনের বিশেষায়িত ৩টি হাসপাতালের একটি হাসপাতাল দিনাজপুরে প্রতিষ্ঠার দাবিতে জেলা প্রশাসকের মধ্যে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।

বৃহত্তর দিনাজপুর অঞ্চলের সকল স্তরের জনগণের পক্ষে স্মারকলিপি প্রদান করেন দিনাজপুর পৌরসভার সাবেক ৩ বারের মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নূর-এ-আলম সিদ্দিকী।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের জনগনের জন্য পরিপূর্ণ চিকিৎসা ব্যবস্থা বাস্তবায়নে বন্ধু প্রতীম রাষ্ট্র চীনের বিশেষ সহায়তায় বাংলাদেশে ৩টি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগে নেয়া হয়েছে। এর মধ্যে রংপুর বিভাগে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। রংপুর বিভাগের নির্ধারিত এই হাসপাতালটি অগ্রাধিকার ভিত্তিতে দিনাজপুর সদরে অবস্থিত প্ররিত্যক্ত দিনাজপুর টেক্সটাইল মিলের পরিত্যাক্ত জমিতে স্থাপনের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে উত্তরাঞ্চলের এই এলাকার চির অবহেলিত জনগণের চিকিৎসাস্বপ্ন পূরণে প্রধান উপদেষ্টা বিশেষ অনুপ্রেরণা যোগাবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

স্মারকলিপি প্রদানের সময় দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, দিনাজপুর শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীনসহ দিনাজপুরের গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


শেয়ার করুন