Saturday, April 26, 2025

জলঢাকায় জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলন অনুষ্ঠিত



আসাদুজ্জামান, জলঢাকা (নীলফামারী) সংবাদদাতাঃ

নীলফামারীর জলঢাকায় জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন    অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৬ এপ্রিল )দিন ব্যাপি জামায়াত অফিস আলফালাহ মিলনায়তনে  জলঢাকা উপজেলার সকল  ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি উপস্থিত ছিলেন।

কর্মসূচির আয়োজন করেন জলঢাকা উপজেলা শাখা।

জামায়াতের উপজেলা আমীর মোখলেছুর রহমান মাষ্টার  এর সভাপতিত্বে ও জামায়াতের উপজেলা  সেক্রেটারী মোয়াম্মার আল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন   নীলফামারী জেলা শাখার  সংগ্রামী সেক্রেটারী মাও,আন্তাজুল ইসলাম 

প্রধান অথিতীর বক্তব্যে তিনি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের আত্মীয়-স্বজনদের হক্ব আদায়  করতে হবে। অশ্লীলতা ,নির্লজ্জতা ও দুষ্কৃতী এবং অত্যাচার ও বাড়াবাড়ি করতে নিষেধ করেন এবং সুরা নহল ৯০ আয়াত পড়ার নির্দেশ দেন।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,জামায়াতের নীলফামারী জেলা শাখার শুরা সদস্য ও সাবেক মহানগর সেক্রেটারি  মাও,ওবায়দুল্লাহ সালাফি।জলঢাকা উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান,প্রমুখ।


শেয়ার করুন