Sunday, April 27, 2025

জলঢাকায় টর্নেডোর তান্ডব, বাড়ীঘর ও ফসলের ব্যাপক ক্ষতি




মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় গতকাল শনিবার (২৬ এপ্রিল)রাতে টর্নেডোর তান্ডবে বাড়ীঘর ও ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গত রাত ৯'০০ টা থেকে রাত ২'০০ টা পর্যন্ত থেমে থেমে হওয়া এ প্রবল ঘূর্নিঝড়ে উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের অসংখ্য কাঁচা ঘরবাড়ী ভেঙ্গে পড়ে এবং টিনের চাল উড়ে যায়। গাছপালা ভেঙ্গে বাড়ীঘর ও বাজারের দোকানপাটের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। প্রায় পেকে আসা ইরি ধান ঝরে পড়ে নষ্ট হয়ে গেছে এবং ভুট্টার গাছের গোড়া ভেঙ্গে মাটিতে নুয়ে পড়েছে। মরিচ ক্ষেতের মরিচ ঝরে পড়েছে এবং ক্ষেতে পানি জমে থাকায় মরিচের গাছ মরে যাওয়ার আশঙ্কা তৈরী হয়েছে।

ইউনিয়নের পশ্চিম গোলমুন্ডা গ্রামের কোয়েল খামারি মমতা ইয়াছমীনের খামারে গাছ ভেঙ্গে পড়ে পুরো খামার নষ্ট হয়ে গেছে এবং কোয়েল, কবুতর, মুরগী মারা গেছে।

ইউনিয়নের ভাবনচুর ও হলদীবাড়ী ঘুরে দেখা গেছে ঘুর্নিঝড়ের তান্ডবের ভয়াবহ চিত্র। ভুট্টার ক্ষেত সম্পুর্ন মাটিতে পড়ে আছে এবং কাঁচা বাড়ীঘর ভেঙ্গে দুমড়েমুচড়ে গেছে। হলদীবাড়ীর ইক্বরা মডেল মাদরাসার চাল সম্পুর্ন উড়ে গিয়ে মাদরাসাটির ধ্বংসাবশেষ অবশিষ্ট আছে মাত্র। ক্ষতিগ্রস্থ কৃষকদের  চেহারায় দুশ্চিন্তা ও শঙ্কার ছাপ লক্ষ্য করা গেছে। 

উপজেলার বালাগ্রাম, মীরগঞ্জ, কাঁঠালী, ডাউয়াবাড়ী, শৌলমারী ইউনিয়ন ঘুরেও দেখা গেছে ঘুর্নিঝড়ের একই ভয়াল চিত্র। বিভিন্ন রাস্তায় গাছ ভেঙ্গে পড়ে আছে এবং জন চলাচল বিঘ্নিত হচ্ছে। গতরাত ৯'টা থেকেই বিদ্যুৎ সংযোগ সম্পুর্ন বিচ্ছিন্ন আছে। 


শেয়ার করুন