Friday, June 13, 2025

ইসলামিক জিজ্ঞাসা ও জবাব



প্রশ্ন : আমরা জানি যে, নামাজের প্রথম রাকাতে তাকবীরে তাহরীমা বাধার পর প্রথমে ছানা, তারপর আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সুরা ফাতেহা পড়তে হয়। ফরজ নামাজের ক্ষেত্রে ২য় রাকাতে এবং সুন্নত বা নফল নামাজের পরবর্তী রাকাত ও রাকাতসমূহেও কি সূরা ফাতেহা পড়ার পূর্বে আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ে সুরা ফাতেহা পড়তে হয়? আর সুরা ফাতেহা পড়ার পর অন্য সুরা মিলানোর পূর্বেও কি একইভাবে পড়তে হয়?


উত্তর : প্রতি রাকাতেই সুরা ফাতেহা ও অন্য সুরার আগে বিসমিল্লাহ পড়া সুন্নত। আউজুবিল্লাহ পড়ার প্রয়োজন নেই। আর ছানাও কেবল প্রথম রাকাতে পড়তে হয়।


উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী।


শেয়ার করুন