বদিউজ্জামান জলঢাকা (নীলফামারী) ঃ নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের উত্তর দেশিবাই চিকার স্কুল সংলগ্ন এলাকায় ৭টি পরিবার ও একটি ক্বওমী মহিলা মাদ্রাসার ৪০ জন শিক্ষার্থীর চলাচলের রাস্তার শুভ উদ্বোধন করলেন-জাতীয় নাগরিক পার্টি(NCP)'র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন।আজ বুধবার (১১ জুন) বিকাল ৫ টার দিকে ফিতা কেটে উদ্বোধন করেন।রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল।এ সময় তিনি বলেন এ দেশ জনগনের, তাদের স্বার্থে সরকার যেকোনো কাজ করতে পিছু হটবে না। নিরীহ মানুষদের উপরে কেউ যদি জুলুম,নির্যাতন ও অত্যাচার করতে চায়,সরকারের পাশে থেকে আমরা তা শক্ত ভাবে প্রতিরোধ করব। তিনি আরও বলেন জাতীয় নাগরিক পার্টি (NCP)র জন্মই হয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য। দীর্ঘ ১৭ বছর উন্নয়নের নামে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, বেগম পাড়ায় মন্ত্রী এমপি দের নামে ফ্লাট তৈরী হয়েছে সাধারণ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন আসেনি, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে জাতীয় নাগরিক পার্টি (NCP) পাশে থাকবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি জলঢাকা উপজেলা শাখার অন্যতম প্রতিনিধি রেজাউল করিম রাজু,মোহাইমিনুর রহমান সানা,মামুনার রশিদ বকুল, সাজ্জাদুর রহমান সাজু,নাজমুল হাসান (আদিব) প্রিন্স মাহমুদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।