Wednesday, June 11, 2025

লক্ষ্মীপুর জেলা জামায়াত সেক্রেটারীর পদত্যাগ



তিস্তা নিউজ ডেস্ক ঃলক্ষ্মীপুর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মুহাম্মদ ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (১১ জুন) বিকেল ৩ টার দিকে জেলা জামায়াতের নায়েবে আমীর এ আর হাফিজ উল্যাহকে সেক্রেটারী মনোনীত করা হয়। এর আগে সকালে নুরনবী জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুম আমিন ভূঁইয়ার কাছে পদত্যাগ পত্র জমা দেন।

বিকেল ৫ টার দিকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এডভোকেট মুরাদ বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে নুরনবী সেক্রেটারী পদ থেকে পদত্যাগ করেছেন। পরে জেলা জামায়তের আমীর রুহুল আমীন ভূঁইয়া নতুন সেক্রেটারী হিসেবে এ আর হাফিজ উল্যাহকে নিয়োগ দেন।

পদত্যাগের বিষয়টি ফারুক হোসাইন নুরনবীও গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। অন্য কোন কারণ জানাননি তিনি।


সূত্রঃ দৈনিক ইনকিলাব।

শেয়ার করুন