Thursday, June 12, 2025

জলঢাকায় ঈদের ছুটিতে এটিএম বুথে টাকা তুলতে ভোগান্তি




নিজস্ব সংবাদদাতা, জলঢাকাঃ ঈদের ছুটিতে জলঢাকায় এটিএম বুথে টাকা তুলতে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। শহরের কয়েকটি প্রধান ব্যাংকের বুথে পর্যাপ্ত টাকা না থাকায় এবং কিছু বুথ অকেজো হয়ে পড়ায় বহু মানুষ টাকা তুলতে পারেননি।

ঈদের আগে থেকেই বাজারে কেনাকাটা, গ্রামে আত্মীয়স্বজনের জন্য উপহার পাঠানো এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার তাগিদে নগদ টাকার চাহিদা বেড়ে যায়। অথচ জলঢাকার সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক,ওয়ান ব্যাংক, যমুনা ব্যাংকসহ বেশ কয়েকটি বুথে দিনের পর দিন টাকার সংকট দেখা দেয়।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম জানান, "সকাল সাতটা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম। বুথে টাকা না থাকায় ,আমি টাকা তুলতেই পারিনি।"

এছাড়াও, কোনো কোনো বুথে সার্ভার সমস্যার কারণে একাধিকবার কার্ড প্রবেশ করানো সত্ত্বেও টাকা বের হয়নি, অথচ মোবাইলে ব্যালেন্স কেটে নেয়ার মেসেজ এসেছে।

জলঢাকা বাজারের ব্যবসায়ী হান্নান মিয়া বলেন, "ঈদের সময় এমন সমস্যায় পড়লে বিক্রি-বাট্টা আটকে যায়। নগদ টাকা না থাকলে কেনাকাটা করানো যায় না।"

ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ছুটির মধ্যে নগদ টাকা সরবরাহ সীমিত থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে স্থানীয়রা অভিযোগ করছেন, প্রতি ঈদেই এমন হয়—এটিএম রিচার্জ বা সার্ভার মেরামতের কোনো আগাম ব্যবস্থা দেখা যায় না।

সাধারণ জনগণের দাবি, ঈদের মত গুরুত্বপূর্ণ সময়ে যেন পর্যাপ্ত টাকা ও সচল বুথের নিশ্চয়তা রাখা হয় এবং প্রয়োজনে অতিরিক্ত বুথ বা মোবাইল এটিএম চালু করা হয়।







শেয়ার করুন