বদিউজ্জামান জলঢাকা নীলফামারীঃ নীলফামারীর জলঢাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই অভিযান। অভিযানে জরিমানা করা হয় দুইটি বাসকে এবং যাত্রীদের ফেরত দেওয়া হয় অতিরিক্ত আদায় করা টাকা।
জানাগেছে, বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ের খবর পেয়ে বিকেল থেকেই তৎপর হয় সেনাবাহিনী।বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট ক্যাপ্টেন জাছের আবদুল্লাহ ফুয়াদের নেতৃত্বে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা হয়। অভিযানে দেখা যায়, বেশ কয়েকটি বাস যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করছে।এই অবস্থায় সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে। দুটি বাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফিরিয়ে দিতে বাস কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে বাস মালিক ও চালকদের সতর্ক করে দেওয়া হয়—ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করলে নেওয়া হবে আরও কঠোর ব্যবস্থা।এ সময়ে সংক্ষিপ্ত এক ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইমরুল মুজাক্কির জানান,জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।