বদিউজ্জামান জলঢাকা প্রতিনিধি ঃস্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে এই স্লোগানে নীলফামারীর জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী মীরগঞ্জ হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি প্লাটিনাম জুবিলী উৎসব অনুষ্ঠিত হয়েছে।নবীন-প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ হয়ে উঠে মিলনমেলায়।
আজ সোমবার (৯ জুন)দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন মীরগঞ্জ হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল করিম।
শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্লাটিনাম জুবলি উপলক্ষে একটি র্যালী মীরগঞ্জ হাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠে এসে শেষ হয়। এরপর দ্বিতীয় পর্ব শুরু হয়ে দুপুর তিনটা পর্যন্ত বিভিন্ন আয়োজনের মাধ্যমে শেষ হয়।
মীরগঞ্জ হাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বিকাশ রায় ও কেয়া'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী তওহিদুল ইসলাম সাবেক এজিএম তিতাস গ্যাস কোম্পানি। বিশেষ অতিথি ছিলেন জনাব ফিরুজুল হক উপ সচিব, জনাব মোজাম্মেল হক সাবেক এজিএম গ্রামীণ কৃষি ফাউন্ডেশন।বরেন্য অতিথি ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে জনাব এনামুল হক বিএসসি, আব্দুল গনি বিএসসি, মতিয়ার রহমান বিএসসি, আজিজুল হক বিএসসি ও আতিউর রহমান মাষ্টার। অন্যান্যদের মধ্যে মীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।