তিস্তা নিউজ ডেস্ক ঃ দৈনিক ইনকিলাব পত্রিকার ১ম পৃষ্ঠায় “জামায়াতের নেতৃত্বে ইসলামী জোট গঠনের প্রচারণা তুঙ্গে” শিরোনামে প্রকাশিত রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন ও অসত্য প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের ১৭ জুলাই এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “দৈনিক ইনকিলাব পত্রিকার ১ম পৃষ্ঠায় ‘জামায়াতের নেতৃত্বে ইসলামী জোট গঠনের প্রচারণা তুঙ্গে’ শিরোনামে প্রকাশিত রিপোর্টে ‘জামায়াত দিল্লীর নির্দেশে জোট গঠনে বাধ্য হচ্ছে এবং পিআর পদ্ধতির নির্বাচন দাবি করছে’ মর্মে যে ভিত্তিহীন, মিথ্যা ও অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দৈনিক ইনকিলাবের গোটা রিপোর্টটিতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যেসব অপপ্রচার চালানো হয়েছে তার কোনো বাস্তব ভিত্তি নেই। ইনকিলাবের রিপোর্টে জামায়াতের প্রতিষ্ঠাতা আমীর মাওলানা সাইয়্যেদ আবুল আলা মওদূদী (রাহি.) সম্পর্কে যেসব অভিযোগ করা হয়েছে তার মধ্যে সত্যের লেশমাত্রও নেই। জামায়াতের বর্তমান আমীর ডা. শফিকুর রহমানের বক্তব্যের বরাত দিয়ে যেসব ভিত্তিহীন ও অসত্য কথা লেখা হয়েছে তা ইনকিলাবের সংশ্লিষ্ট রিপোর্টারের কল্পনাপ্রসূতমন্তব্য ছাড়া আর কিছুই নয়।
দৈনিক ইনকিলাবের রিপোর্টে জামায়াতের বিরুদ্ধে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন ও আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রকল্প বাস্তবায়নের যেসব অভিযোগ করা হয়েছে তা ইনকিলাবের সংশ্লিষ্ট রিপোর্টের নিজস্ব কারখানায় তৈরি ভিত্তিহীন ও মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। সংশ্লিষ্ট রিপোর্টার কর্তার ইচ্ছায় কীর্তন গাওয়ার অসৎ উদ্দেশ্যেই জামায়াতের বিরুদ্ধে একটি ফরমায়েশি প্রতিবেদন প্রকাশ করে জামায়াতের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালিয়েছেন। এভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে অতীতের স্বৈরাচারীরা জামায়াতের ভাবমর্যাদা যেমন বিনষ্ট করতে পারেনি, তেমনি ইনকিলাব কর্তৃপক্ষও জামায়াতের ভাবমর্যাদা নষ্ট করতে পারবে না। দেশবাসী দৈনিক ইনকিলাবকে ইসলাম প্রিয় জনতার মুখপাত্র মনে করে। এ বিষয়টি দৈনিক ইনকিলাবকে গুরুত্বের সাথে নিয়ে নিউজ প্রকাশ করা উচিত। নচেৎ দৈনিক ইনকিলাবের বিশ্বাসযোগ্যতা ও ভাবমর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। তাদের সাংবাদিকতার ন্যুনতম নীতিমালা অনুসরণ করা উচিত।