Thursday, July 17, 2025

জলঢাকায় বখাটের হাত থেকে তরুণীকে উদ্ধার করলেন মিঠু



বদিউজ্জামান জলঢাকা (নীলফামারী), ১৫ জুলাই:

নীলফামারীর জলঢাকায় এক তরুণী সম্ভাব্য শ্লীলতাহানির হাত থেকে রক্ষা পেয়েছেন স্থানীয় একজন সচেতন ব্যক্তির তাৎক্ষণিক সাহসী উদ্যোগে। রবিবার (১৩ জুলাই )উপজেলার ক্যানেলেরপাড়  নামক স্থানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তরুণীর নাম ইশরাত জাহান । ইশরাত তার বন্ধু পলাশের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। জানা যায়, পলাশ হিন্দু ধর্মাবলম্বী এবং ইশরাত জাহান মুসলিম ধর্মের অনুসারী। তারা ক্যানেলপাড় এলাকায় ঘুরতে গেলে স্থানীয় কিছু বখাটে তাদের পথরোধ করে, আটকিয়ে রাখে এবং অর্থ দাবি করে। একপর্যায়ে ইসরাতকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন  মনিরুজ্জামান মিঠু। মিঠুর বাসা উপজেলা অনির্বান স্কুলের পিছনে। তার উপস্থিতি টের পেয়ে বখাটেরা পালিয়ে যায়। পরবর্তীতে মিঠু মেয়েটিকে উদ্ধার করে তার নিজ বাসায় নিয়ে যান এবং নিরাপদ আশ্রয়ের জন্য তাকে তার স্ত্রীর কাছে রাখেন।

পরদিন মেয়েটিকে অক্ষত অবস্থায় তার বাবার হাতে তুলে দেওয়া হয়। ঘটনার জন্য মেয়ের বন্ধু পলাশের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি তার পরিবার। তবে ঘটনার পর থেকেই কিছু স্বার্থান্বেষী মহল মিঠুর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে জানা গেছে। তারা মিঠুর সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

এ বিষয়ে মিঠু বলেন, “মানবিকদিক বিবেচনায় আমি যা করেছি, তা একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব মনে করেই করেছি। এখন আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার চেষ্টা চলছে।”

স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন