Friday, July 25, 2025

বিমান দুর্ঘটনায় নিহত মাহেরিন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আফরোজা আব্বাস



মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী মির্জা আফরোজা আব্বাস বলেন- শহীদ মাহেরীন চৌধুরীর আত্মত্যাগকে কোনো কিছু দিয়েই মুল্যায়িত করা সম্ভব নয়। স্কুলের শিশুদের জীবন রক্ষায় তাঁর এই আত্মোৎসর্গকে কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না।' তিনি আজ ২৫ জুলাই (শুক্রবার) সকাল ১০ টায় নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ীতে মাহেরীন চৌধুরীর সমাধি স্থলে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন। এ সময় তার সাথে মাদারীপুর জেলার বিএনপি দলীয় সাবেক সংরক্ষিত সংসদ সদস্য হেলেন জেরীন খান সহ কেন্দ্রীয় মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মির্জা আফরোজা আব্বাস আরও বলেন, মাহেরীন চৌধুরী এই জাতীর গর্ব। তিনি নিজেকে উৎসর্গ করে এক অনন্য উদাহরন সৃষ্টি করেছেন। তাঁর এই আদর্শ আমাদের সকলকে ধারন করতে হবে তাহলেই মাহেরীন চৌধুরীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। তিনি মাহেরীন চৌধুরীর বাসভবনের সম্মুখস্থ সড়কটিকে শহীদ মাহেরীন চৌধুরীর নামে নামকরন করার ব্যাবস্থা গ্রহন করতে জলঢাকা উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।


শেয়ার করুন