বদিউজ্জামান জলঢাকা নীলফামারী ঃ নীলফামারীর জলঢাকায় পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রেমীরা।
২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১টায় জলঢাকা জিরো পয়েন্টে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপজেলার অন্তত ২০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষা গ্রহণ করা প্রতিটি শিশুর জন্মগত অধিকার। কিন্ডার গার্ডেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা সম্পূর্ণ বৈষম্যমূলক ও অযৌক্তিক। সরকারের উচিত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অবিলম্বে প্রত্যাহার করা।”
মোঃ মোস্তফা হোসেন, অধ্যক্ষ, জলঢাকা বে-সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ
রাজেন্দ্র নাথ রায়, প্রধান শিক্ষক, মীরগঞ্জ প্রতিশ্রুতি এডুকেয়ার হোম
আনোয়ার হোসেন মঞ্জু, প্রধান শিক্ষক, কৈমারী কিন্ডার গার্ডেন
তৌহিদুল ইসলাম, প্রধান শিক্ষক, মডেল মেরি জলঢাকা
জিয়াউর রহমান, প্রধান শিক্ষক, জ্ঞানের আলো
প্রদীপ কুমার, প্রধান শিক্ষক, শিমুলবাড়ি দিশারী
শাহনাজ পারভীন, প্রধান শিক্ষক, ক্যাডেট একাডেমী
সহ আরও অনেক প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকরা।
মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মুজাক্কিন এবং উপজেলা শিক্ষা অফিসার শরিফা আক্তারের কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে দাবি জানানো হয়, কিন্ডার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যেন জাতীয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের পূর্ণ সুযোগ দেওয়া হয়। তারা আরও জানান, এই বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং অভিভাবক সমাজের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন সকলে।