বদিউজ্জামান জলঢাকা (নীলফামারীঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীর জলঢাকায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট ২০২৫) জলঢাকা পৌর শাখার আয়োজনে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ: মালেক দুলাল, যুগ্ম আহ্বায়ক রশিদুল ইসলাম, পৌর শাখার সদস্য আলগির ইসলাম আলম এবং সাবেক ছাত্র নেতা ও পৌর শাখার সদস্য আবু তোরাব ইমন।
বক্তারা বলেন, “জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র রক্ষায় সর্বদা স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করবে।”
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত করা হয়।