Wednesday, August 20, 2025

জলঢাকায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত









বদিউজ্জামান ও জাহিদুল জলঢাকাঃ  নীলফামারীর জলঢাকায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

বুধবার (২০ আগষ্ট) দুপুরে সংগঠনের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্দ্যোগে সরকারী কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কলেজ মাঠে এসে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন, এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে নেতৃবৃন্দ কর্মসূচীর শুভসুচনা করেন। পরে কলেজ হলরুমে আয়োজিত আলোচনা সভা সংগঠনের আহবায়ক শাহজাহান কবির লেলিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন,
স্বেচ্ছাসেবক দলের নেতা ফরিদুল ইসলাম ফরিদ, মোনাব্বেরুল ইসলাম, মিজানুর রহমান, চান বাদশা, নুর হোসেন মাস্টার, সাইফুল ইসলাম, পৌর যুব দলের আহবায়ক শেখ সাদী লাবলু, জিয়া মঞ্চের উপজেলা সদস্য সচিব তুহিনুর রহমান প্রমূখ।


শেয়ার করুন