তিস্তা নিউজ ডেস্ক ঃ আজ রবিবার সকালে হেরিট্যাজ নামের একটি যাত্রীবাহী স্লিপার বাস উল্টে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে স্থানীয় এনসিপি নেতা ফারুক হাসানও রয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী এলাকায়।
ঢাকা থেকে দিনাজপুরমুখী স্লিপার বাসটি পাঁচবাড়ী এলাকায় আসার পরপরই নিয়ন্ত্রন হারিয়ে পার্শবর্তী ডোবায় উল্টে যায়। এসময় প্রায় সকল যাত্রী ঘুমিয়ে ছিল। বাসটি উল্টে যাওয়ার পরপরই যাত্রীদের চিতকারে আশপাশের লোকজন ছুটে আসে। ফুলবাড়ী ফায়ার ষ্টেশনের সদস্যরা এসে উদ্ধারকাজে অংশ নেয়। আহত ৮ জনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলেই শংকামুক্ত।