বদিউজ্জামান জলঢাকাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারীর জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে আজ শনিবার (২৩ আগস্ট) দিনব্যাপী পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা পর্যায়ের এজেন্টদের দক্ষ করে গড়ে তুলতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মোখলেছুর রহমান মাস্টার, আমীর জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নীলফামারী-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ওবায়দুল্লাহ সালাফি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আন্তাজুল ইসলাম, সেক্রেটারি জামায়াতে ইসলামী নীলফামারী জেলা।
এসময় আরও উপস্থিত ছিলেন, মোঃ কামারুজ্জামান, নায়েবে আমীর,মোয়াম্মার আল হাসান, সেক্রেটারি, মুজাহিদ মাসুম, সহকারী সেক্রেটারি, জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখা।
প্রশিক্ষণে বক্তারা নির্বাচনকালীন সময় পোলিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য, নিয়মনীতি, এবং সতর্কতা অবলম্বনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ থেকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।