Friday, August 22, 2025

তরুনদের রক্তে রাঙা পথ মাড়িয়ে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে - আবু সাঈদ লিওন

 






মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন বলেছেন- তরুনদের রক্তে রঞ্জিত পথ মাড়িয়েই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। তরুনরা সাহস নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে এগিয়ে না এলে হয়তো জাতিকে আরও দীর্ঘকাল পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতে হতো। তিনি আজ  ২২ আগস্ট, (শুক্রবার) গোলমুন্ডা হাইস্কুল মাঠে জুলাই স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তাঁর সাথে ছিলেন জাতীয় নাগরিক পার্টি জলঢাকা উপজেলার প্রধান প্রতিনিধি জনাব রেজাউল করিম রাজু, এনসিপি নেতা খলিলুর রহমান, শাহাদাত হোসেন সাজু, এনসিপির গোলমুন্ডা ইউনিয়ন প্রতিনিধি মোতালেব হোসেন সহ এনসিপির ইউনিয়ন ও উপজেলা নেতৃবৃন্দ। 

জনাব রেজাউল করিম রাজু তার বক্তব্যে তরুন সমাজকে মাদক ও নেশা থেকে মুক্ত রাখতে এ ধরনের কর্মসূচী গ্রহনের জন্যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও এ ধরনের বড় কর্মসূচী গ্রহনের আহ্বান জানান।


সহস্রাধিক দর্শকের উপস্থিতিতে আজকের অত্যন্ত প্রতিদ্বন্দিতাপুর্ন ও দর্শনীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে গোলমুন্ডা ফুটবল একাডেমী বনাম ধর্মপাল ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় গেলমুন্ডা ফুটবল একাডেমী ১-০ গোলে জয়লাভ করে।


শেয়ার করুন