তিস্তা নিউজ ডেস্ক ঃ নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই বাছাইয়ে দল হিসেবে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৬ টি দল উত্তীর্ণ হয়েছে।
রোববার (১০ আগস্ট) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এনসিপিসহ ১৬টি নতুন দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে দলগুলো উত্তীর্ণ হয়েছে। এবার এই দলগুলোকে মাঠ পর্যায়ের তদন্তের জন্য পাঠানো হবে।
গত ২২ জুন পর্যন্ত ১৪৫টি দল নিবন্ধন পেতে ১৪৭টি আবেদন করেছিল। তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দলই শর্ত পূরণ করতে পারেনি। তাই জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৪৫টি দলকেই প্রয়োজনীয় ঘাটতি পূরণে ১৫ দিন সময় দেওয়া হয়েছিল। গত ৩ আগস্ট বিকেল ৫টায় সেই সময় শেষ হয়।