Sunday, August 17, 2025

গাইবান্ধায় জামায়াত নেতাকে গলা কেটে হত্যা

তিস্তা নিউজ ডেস্ক ঃ গাইবান্ধা গোবিন্দগঞ্জে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা নজরুল ইসলাম নজিরকে (৪০) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রোববার (১৭ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

এর আগে, শনিবার গভীর রাতে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামে এই ঘটনা ঘটে। 

নজরুল ইসলাম নজির শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি এবং ওই গ্রামের মৃত তফাজ্জল হোসেনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে শীতল গ্রামে তার দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে থাকে। আজ (রোববার) সকালে বাড়ি থেকে কিছু দূরে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে আত্মীয়-স্বজনরা ছুটে যায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।



শেয়ার করুন