Tuesday, August 19, 2025

নীলফামারীতে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার



আব্দুর রাজ্জাক নীলফামারী ঃ নীলফামারীতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলার সদর উপজেলার টুপামারি ইউনিয়নের ঢুলিয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। স্কুলছাত্রী অনামিকা রায় (১৪) ওই এলাকার শ্রী অরবিন্দু চন্দ্র রায়ের মেয়ে। সে শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

টুপামারি ইউপি চেয়ারম্যান মো. মছিরত আলী শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছে। তবে সঠিক কারণ এখনো জানা যায়নি।এ ব্যাপারে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নেয়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।


শেয়ার করুন