মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ নীলফামারীর জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়নে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি বাস্তবায়নে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা হলরুমে ডিলার নিয়োগে লটারি অনুষ্ঠিত হয়। ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও জলঢাকা উপজেলা নির্বাহি অফিসার জনাব জায়িদ ইমরুল মোজাক্কিনের সরাসরি তত্বাবধানে অনুষ্ঠিত লটারি কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ কমিটির সদস্য সচিব ও উপজেলা খাদ্য কর্মকর্তা জনাব গোলাম মোস্তফা, জলঢাকা থানার অফিসার ইন চার্জ জনাব আরজু মোহাম্মাদ সাজ্জাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ইতিপূর্বেই অনুষ্ঠিত জলঢাকা পৌরসভার ওএমএস ডিলার নিয়োগ প্রক্রিয়া লটারির মাধ্যমে সম্পন্ন হয়। আজ উপজেলার অবশিষ্ট ১১টি ইউনিয়নের ডিলার নিয়োগে লটারি অনুষ্ঠিত হলো। প্রকাশ্য লটারি কার্যক্রম অনুষ্ঠানে আবেদনকারিগন ছাড়াও বিপুল সংখ্যক সাংবাদিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বচ্ছ ও নিরপেক্ষ লটারির মাধ্যমে ১১ টি ইউনিয়নে মোট ৫০ জন ডিলার নিয়োগপ্রাপ্ত হলেন। স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সবাই সন্তোষ প্রকাশ করেছেন।