Friday, August 29, 2025

জামালপুরে চেক ডিজঅনার মামলায় সাবেক শিবির নেতা গ্রেপ্তার







তিস্তা নিউজ ডেস্ক ঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৩০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মমিনুর রহমানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে মমিনুরকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার মমিনুর রহমান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন সম্পাদক ও উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন। তিনি গুনারীতলা ইউনিয়নের চরগোপালপুর এলাকার সাইফুল সরদারের ছেলে।জানা গেছে, ২০২৪ সালে সাবেক শিবির নেতা মমিনুর রহমানকে ৩০ লাখ টাকা প্রদান করেন উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমলা এলাকার বাসিন্দা মোখলেছ। ওই সময় চার মাসের মধ্যে টাকা ফেরত দেয়ার মৌখিক প্রতিশ্রুতি দেয় মমিনুর। কিন্তু সময় অতিক্রম হলেও সে টাকা ফেরত দেননি। পরে তাকে ৩০ লাখ টাকার একটি চেক প্রদান করেন। মোখলেছ চেকটি নগদায়নের জন্য ২০২৫ সালের ২ ফেব্রুয়ারী যমুনা ব্যাংকের মাদারগঞ্জ শাখায় গিয়ে জানতে পারেন মমিনুরের একাউন্টে টাকা নেই। এরপর একই বছরের ৯ ফেব্রুয়ারী ৩০দিনের সময় দিয়ে মমিনুর রহমানকে আইনি নোটিশ দেন। তারপর একই বছরের ১৯ মার্চ মমিনুরের বিরুদ্ধে চেক ডিজঅনারের একটি মামলা করেন তিনি।মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, চেক ডিজঅনার মামলায় মমিনুর রহমান গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুপুরে মমিনুর রহমানকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।


সূত্রঃ দৈনিক আমার দেশ।





শেয়ার করুন