তিস্তা নিউজ ডেস্ক ঃ ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (কর্মপরিকল্পনা) প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নির্বাচন আয়োজনের সর্বশেষ কাজের সময়সীমা দেয়া হয়েছে ৩ ফেব্রুয়ারি। এই সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের সকল কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করা হবে। ফলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে (রোজার আগে) ভোটগ্রহণের সীমানা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতে ঘোষণা করার পরিকল্পনা রেখেছে ইসি। রোডম্যাপের মধ্যে সংলাপ, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়, মিটিং, ব্রিফিং, প্রশিক্ষণ, মুদ্রণ, বাজেট বরাদ্দ, আইটিভিত্তিক প্রস্তুতি, প্রচারণা, সমন্বয় সেল, আন্তঃমন্ত্রণালয় বৈঠক থেকে যাবতীয় কর্মসম্পাদনা পরিকল্পনা ও বাস্তবায়নসূচি স্থান পেয়েছে।
গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ রোডম্যাপটি প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপে যে প্রস্তুতির কাজগুলো আছে তা একটার সঙ্গে আরেকটা যুক্ত। ইতোমধ্যে এর মধ্যে কিছু কিছু কাজ শুরু করা হয়েছে। এ কর্মপরিকল্পনা ২৪টি ভাগে ভাগ করা হয়েছে।
ইসির রোডম্যাপের ২৪টি কার্যক্রম সম্পাদনের র্নিধারিত সময়সীমা দেয়া হয়েছে। এর মধ্যে হলো- অংশীজনদের সঙ্গে সংলাপ : এ সংলাপটি সেপ্টেম্বরে শেষ সপ্তাহে থেকে শুরু হয়ে শেষ হতে সময় লাগবে দেড় মাস অর্থ্যাৎ নভেম্বরের মাঝামাঝি সময়ে। ভোটার তালিকা হালনাগাদ : নির্বাচনের আগে তিন দফায় ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। ইতোমধ্যে দ্বিতীয় ধাপের সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। যা চূড়ান্ত করা হবে ৩১ আগস্ট। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ নভেম্বর। এর জন্য খসড়া প্রকাশ হবে ১ নভেম্বর। নির্বাচনি আইবিধি : নির্বাচনের যাবতীয় আইনবিধি ৩১ আগস্টের মধ্যে সংশোধনের প্রস্তাব ও প্রণয়ন। এছাড়া সংসদী আসনের সীমানা নির্ধারণ আইন সংশোধন, ভোটার তালিকা আইন সংশোধন, সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র নীতিমালা ও ব্যবস্থাপনা চূড়ান্ত, দেশি, বিদেশি পর্যবেক্ষক ও সংবাদিক নীতামালা চূড়ান্ত, নির্বাচন পরিচালনা (সংশোধন) ২০২৫ প্রতীকসহ, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১, নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯ এগুলো আইন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে, যা ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার সম্ভাবনার সময় দিয়েছে। রাজনৈতিক দল নিবন্ধন : নতুন রাজনৈতিক দলের বাচাইয়ের তথ্যের পর তদন্ত চলছে। চূড়ান্ত তথ্য যাচাইয়ের পর ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন দল চূড়ান্ত হবে। সীমানা পুনঃনির্ধারণ : সীমানা নির্ধারণে ইসির সিদ্ধান্তের পর ৮৩টি আসন থেকে ১৭৬০টি আপত্তি দাবি আসে। ইসি তাদের আপত্তি ও দাবিগুলো শুনানির মাধ্যমে বিবেচনা করছে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত করে গেজেট প্রকাশ করবে এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে জিআইএস ম্যাপ প্রস্তুত ও প্রকাশ করা হবে।