Thursday, August 28, 2025

জলঢাকায় বুড়ি তিস্তা নদীর বালু লুট,একটি ট্রলি জব্দ









মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ নীলফামারী জেলার জলঢাকা উপজেলাধীন ডাউয়াবাড়ী ইউনিয়নে বুড়ি তিস্তা নদীর সরকারি বালু চুরি ও লুটপাট করে আসছিলো এলাকার একটি সংঘবদ্ধ বালু চোর সিন্ডিকেট। এ বিষয়ে এলাকার সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সংঘবদ্ধ এ বালুচোর সিন্ডিকেটের কাছে সরকারি প্রশাসনও ছিল যেন অসহায়। সাংবাদিকদের মৌখিক  অভিযোগ ও তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকাল ১১'০০ টায় জলঢাকা থানার  পুলিশ অফিসার উপ পরিদর্শক জনাব আবু হাসান সঙ্গীয় ফোর্সসহ বালু চুরির কাজে ব্যাবহৃত একটি ট্রলি জব্দ করে ড্রাইভারসহ  থানায় নিয়ে আসে। এ সময় ট্রলিটি বালু বোঝাই ছিলো। ড্রাইভারের মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে প্রায় দুই মাস যাবত ১৫/২০টি ট্রলিতে করে প্রতিদিন প্রায় ৫০/৬০ ট্রলি বালু এই পয়েন্ট থেকে চুরি করে বিক্রি করতেছিলো বালু চোরের সংঘবদ্ধ চক্রটি। খোঁজ নিয়ে জানা গেছে ২০২২ ইং সালে বুড়ি তিস্তা নদি খনন কাজের পরে বালু গুলো নদির তীর ঘেঁষে স্টক করে রাখা হয় প্রয়েজনে লীজ দেওয়া কিংবা সরকারি কাজে ব্যাবহার করার জন্য। কিন্তু বালু চোর সিন্ডিকেটের দৌড়াত্মে স্টক রাখা সব বালু প্রায় চুরি হতে থাকে। সর্বশেষ ডাউয়াবাড়ী পয়েন্ট থেকে আজ একটি ট্রলি জব্দ করা হলো।


শেয়ার করুন