মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ট্রাজেডিতে শাহাদাত বরনকারী জলঢাকার মহিয়সী নারী শহীদ মাহেরিন চৌধুরীর কবর জিয়ারত, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করলেন নীলফামারী জেলা বিএনপির নেতা ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী জনাব শাহরিন ইসলাম তুহিন চৌধুরী। আজ বুধবার (৬ আগষ্ট) বিকাল ৪'০০ ঘটিকায় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ মাহেরিন চৌধুরীর সমাধিস্থল জলঢাকার বগুলাগাড়িতে পৌঁছান। জনাব তুহিন চৌধুরী বগুলাগাড়ীতে এসে পৌঁছলে বগুলাগাড়ী স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে অতিথীকে স্বাগত জানান। তিনি শহীদের সমাধির সামনে নিরবে কিছুক্ষন দাঁড়িয়ে থাকেন এবং ফাতিহা পাঠ করেন। তিনি সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেন ও মুনাজাত করেন। এ সময় তাঁর সাথে জলঢাকা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, সাধারন সম্পাদক ময়নুল ইসলাম, পৌর বিএনপি'র সভাপতি রশিদুল ইসলাম বাঙ্গালী সহ বিএনপির উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ। তুহিন চৌধুরী শহীদ মাহেরিন চৌধুরীকে একজন আদর্শ শিক্ষক ও অনুকরনীয় আদর্শ হিসাবে উল্লেখ করেন।
মাহেরিন চৌধুরীর কবর জিয়ারত শেষে জনাব তুহিন চৌধুরী জলঢাকা পৌরসভার সাবেক মেয়র মরহুম আনোয়ারুল কবির চৌধুরীর কবর জিয়ারত করেন এবং মুনাজাতে অংশগ্রহন করেন।