Wednesday, August 6, 2025

বিভাগীয় প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে জলঢাকার মেয়ে রোজা

 

মাহমুদ আল হাছান তিস্তা নিউজ ঃ নীলফামারীর জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ফাবিহা মাহজাবিন রোজা। শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের পাশাপাশি সাংস্কৃতিক চর্চায়ও সে সফলতার স্বাক্ষর রাখছে। বাংলাদেশ স্কাউটস এর ‌‘জুলাই শহীদদের স্মরণে আয়োজিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে  দ্বিতীয় হয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে রোজা।

বুধবার ০৬ আগষ্ট বাংলাদেশ স্কাউটস আয়োজিত জুলাই শহীদদের স্মরণে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় রংপুর বিভাগে ২য় হয়েছে রোজা।

দিনাজপুর অঞ্চলের (রংপুর বিভাগ) আট জেলার বিভিন্ন স্কাউটদের অংশগ্রহণে দিনাজপুর আঞ্চলিক স্কাউটস ভবনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এর আগে একই প্রতিযোগিতায় উপজেলায় ১ম এবং জেলায় দ্বিতীয় হয়েছে সে।

তার বাবা জলঢাকা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও তিস্তা নিউজ 24.কম এর সম্পাদক  ও মা উপজেলার জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।  মেয়ের এমন সাফল্যে খুশি বাবা মো. ফয়সাল মুরাদ ও মা রোকেয়া আখতার ।

রোজার  বাবা-মা জানান, শিক্ষা ক্ষেত্রে  ভালো ফলাফলের পাশাপাশি  সে ভালো স্কাউটারও। কবিতা আবৃত্তি, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতাতেও সে পারদর্শী। ইতিমধ্যে এ ক্ষেত্রে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। ইতিমধ্যে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় ২০২২ সালে উপজেলা ও জেলায় ১ম হয়েছিল। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ২০২৩ সালের সীরাত প্রতিযোগিতায় উপজেলায় ১ম এবং জেলায় ২য় হয়েছিল।

 সাফল্য নিয়ে কথা হয় রোজার সঙ্গে। রোজা বলে, বাবা-মার অনুপ্রেরণা ও প্রচেষ্টা এবং শিক্ষকদের সহযোগিতায় আমি  সফল হয়েছি। আমার সাফল্যের পেছনে তাদের ভূমিকাই আসল। সে সকলের কাছে দোয়া প্রার্থী।


শেয়ার করুন