![]() |
ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা |
![]() |
জলঢাকা উপজেলা জামায়াতের মিছিল |
![]() |
আলহাজ্ব সৈয়দ আলীর নেতৃত্বে মিছিল |
![]() |
জলঢাকা উপজেলা ও পৌর যুবদলের র্যালি |
আজ ৫ আগস্ট সকাল ৯'০০ টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি জলঢাকা সরকারি কলেজ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, শিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মাওঃ ওবায়দুল্লাহ সালাফি জেলা শিবিরের সভাপতি তাজমুল হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় র্যালি শেষে বক্তব্য প্রদান করেন আমন্ত্রিত দায়িত্বশীলরা।
সকাল ১১'০০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা মিছিল ও সমাবেশের আয়োজন করে। উপজেলা জামায়াতের কার্যালয় আল ফালাহ চত্বর থেকে শুরু হওয়া বিশাল মিছিলটি জলঢাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জলঢাকা জিরো পয়েন্টে সমাবেশ করে। উপজেলা জামায়াতের সেক্রেটারি মেয়াম্মার আলহাছানের পরিচালনায় ও উপজেলা আমীর মোখলেছুর রহমান মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী- ৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফি সহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
প্রায় কাছাকাছি সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মিছিল ও সমাবেশ করে। বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব সৈয়দ আলীর নেতৃত্বে মিছিলটি জলঢাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন বিএনপি নেতা, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব আলহাজ্ব সৈয়দ আলী। অন্যান্যের মধ্যে জেলা বিএনপির নেতা আহমেদ সাঈদ ডিডু চৌধুরী, অধ্যাপক (অব.) খায়রুল আজাদ দুখু প্রমূখ বক্তব্য প্রদান করেন। দুপুর ১২.৩০ মিনিটে জলঢাকা উপজেলা ও পৌর শাখা যুবদল বিশাল র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে সমাবেশ করে। যুবদল সেক্রেটারি শাহিনুর রহমান বাবুর সঞ্চালনায় ও যুবদলের সভাপতি হারুন জোয়ার্দার এর সভাপতিত্বে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
বিকাল ৩'৩০ টায় জাতীয় নাগরিক পার্টি- এনসিপি জলঢাকা উপজেলা শাখা মিছিল ও সমাবেশের আয়োজন করে। এনসিপির জেলা যুগ্ম সংগঠক মোহায়মেনুর রহমান সানা, উপজেলা সংগঠক জনাব রেজাউল ইসলাম রাজু, বকুল, ডা. আদিব, প্রিন্স মাহমুদ, শরীফ আহমেদের নেতৃত্বে মিছিলে এনসিপির বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহন করে। মিছিল শেষে জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। বিকাল ৫ টায় জিরো পয়েন্টে সমাবেশ করে উপজেলা বিএনপি, ভারপ্রাপ্ত সভাপতি কাজী দিলদার হোসেন এতে প্রধান অতিথি ও উপজেলা সেক্রেটারি ময়নুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ আওয়ামী ফ্যাসিস্টের দৃশ্যমান বিচার ও মৌলিক সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেয়ার জন্যে সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়াও গন অধিকার পরিষদ,এবি পার্টি, ইসলামী আন্দোলনসহ জুলাই অভ্যুত্থানের সংগ্রামে অংশ নেয়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি পালন করে।