Saturday, August 9, 2025

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকান্ডের প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন



মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ  গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে  জনসমক্ষে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও এই হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবিতে নীলফামারীর জলঢাকায় কর্মরত সাংবাদিকবৃন্দ মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

আজ শনিবার (৯ আগষ্ট) সকাল ১১ টায় স্থানীয় থানা মোড়ে মানবনন্ধন কর্মসূচীতে জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি জনাব আলহাজ্ব কামারুজ্জামান, সাধারন সম্পাদক জনাব শাজাহান কবির লেলিন, জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আাসাদুজ্জামান সুমন ও সেক্রেটারি হারুন অর রশিদ, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলার সভাপতি রবিউল ইসলাম রাজ ও সেক্রেটারি রিয়াদুল ইসলাম রিয়াদ, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি গোলাম রব্বানি ডলার, সেক্রেটারি শাহজাহান সুজন, রিপোর্টাস ক্লাবের সভাপতি এন আই মানিক, সেক্রেটারি তহমিদার রহমান মিলন, তিস্তা নিউজ ২৪ এর সম্পাদক জনাব ফয়সাল মুরাদ,এস.এ টিভির মাহাবুবুর মনি, নিউজ 24 এর আব্দুর রশিদসহ জলঢাকায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।

সাংবাদিক নেতৃবৃন্দ নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকান্ডকে জঘন্যতম ও নৃশংসতম হত্যাকান্ড হিসাবে উল্লেখ করে এই ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি স্পষ্ট নজীর হিসাবে তুলে ধরেন। 

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে সাংবাদিকদের নির্ভয়ে কাজের পরিবেশ সৃষ্টি, জীবনের নিরাপত্তা নিশ্চিত, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারকে উপযুক্ত ক্ষতিপুরন দান ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহনে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।


শেয়ার করুন