মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ আজ শনিবার (০৪ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত ওলামা মাশায়েখ ওয়ায়েজিনগনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, ওয়ায়েজিন মুফাসিরিনগনের উপস্থিতিতে প্রধান অতিথি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান আবেগঘন কন্ঠে বলেন- "আমি আপনাদের হাতজোড় করে অনুরোধ করছি, কোনো বিতর্কিত বক্তব্য দিয়ে আগত একটি সুন্দর সম্ভাবনাকে নষ্ট করবেন না আল্লাহর ওয়াস্তে।" তিনি আরও বলেন, আমরা চাই, যারা নামাজের ইমাম তারা সমাজেরও ইমাম হবেন। একটি সুন্দর, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মানে আলেম ওলামাদেরকেই নেতৃত্বের আসনে আসীন হতে হবে। দেশের মানুষ আপনাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার অপেক্ষায় আছে।
সমাবেশে মুফতি আমীর হামজা, মাওলানা তারেক মনোয়ার, শায়খ জামাল উদ্দিন সহ প্রথিতযশা আলেম ও মুফাসসিরগনকে সামনের সারিতে বসে থাকতে দেখা গেছে। আমীরে জামায়াত একটি কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠায় ওলামা মাশায়েখ ওয়ায়েজিনগণকে বিতর্কিত বক্তব্য পরিহার করে কোরআন হাদিসের মৌলিক ব্যাখ্যা জনসমক্ষে তুলে ধরার উদাত্ত আহ্বান জানান।


