আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ইসলামী ব্যাংক জলঢাকা শাখার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম নীলফামারী জেলা শাখার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের, হাবিবুর রহমান, আহসান হাবিব,মোস্তাফিজুর রহমান, মোমিন বাদশা মিরাজ, মহিবুলা অন্তর ও গ্রাহক ফোরামের জাহিদ হাসান।
সমাবেশে বক্তারা বলেন ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বৈরাচারের দোষর এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে অবৈধভাবে একটি বিশেষ অঞ্চলের বিপুল সংখ্যক অদক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ প্রদান করে ব্যাংকিং খাতে বিশৃংঙ্খলা সৃষ্টি করেন। ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম গ্রুপের ওইসব অবৈধ নিয়োগ অনতিবিলম্বে বাতিল করে মেধাভিত্তিক নিয়োগ দেয়ার জোর দাবী জানান বক্তারা।
একই কর্মসূচি পালিত হয়েছে জেলার জলঢাকা ও সৈয়দপুর উপজেলায়।