বদিউজ্জামান জলঢাকা নীলফামারীঃ নীলফামারীর জলঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আদ শনিবার(২৯ নভেম্বার) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ অনুষ্ঠান ঘিরে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জলঢাকা পৌরসভা
দোয়া মাহফিলের আয়োজন করে।এতে জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকা,পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন। শহীদ মিনার প্রাঙ্গণ পূর্ণ হয়ে যায় নেতাকর্মীদের উপস্থিতিতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুল ইসলাম রিয়াদ,সঞ্চালন করেন পৌর যুবদলের সদস্য আবু তোরাব ইমন।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আলমগীর হোসেন পৌর ছাত্রদলের সদস্য রিপন ইসলামসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ভূমিকা এবং বাংলাদেশের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় তার দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন।
স্থানীয় মসজিদের ইমামের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ,দীর্ঘায়ু,সুস্বাস্থ্য,দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।


