Saturday, November 29, 2025

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা, সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা তার হাতে নেই


মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সঙ্কট ও ঘনঘন হাসপাতালের আইসিইউতে নেয়ার প্রেক্ষিতে তাঁর একমাত্র সন্তান তারেক রহমানের দেশে ফিরে আসা ও মায়ের সঙ্কটকালে তাঁর পাশে থাকার বিষয়ে বিভিন্ন কথা উঠতে থাকার প্রেক্ষিতে আজ তারেক রহমান ফেসবুকে একটি আবেগঘন স্টাটাস দিয়েছেন। স্টাটাসে তিনি মায়ের শারিরিক অবস্থা নিয়ে তাঁর গভীর উদ্বেগ ও উৎকন্ঠার কথা জানান। একজন সন্তান হিসেবে এ সময় তাঁর মায়ের পাশে থাকা খুব প্রয়েজন বলেও তিনি উল্লেখ করেন। তিনি তাঁর স্টাটাসে উল্লেখ করেন, তিনি দেশে ফিরতে চাইলেও তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহনের ক্ষমতা তার হাতে নেই। এই সিদ্ধান্ত গ্রহনকে কে বা কারা প্রভাবিত করছে সেটা প্রকাশ করতেও তিনি অপারগ বলে তার স্টাটাসে তিনি উল্লেখ করেন।

জনাব তারেক রহমানের এই স্ট্যাটাস নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলার চেষ্টা করছেন যে, তারেক রহমান ভিনদেশের কোনো গোয়েন্দা সংস্থার নিরাপত্তা বেষ্টনিতে আটকে আছেন। মায়ের অসুস্থতার মতো গুরুতর প্রয়োজনে তার দেশে ফিরে আসা আটকানোর ক্ষমতা ছোট্ট কোনো ক্ষমতাধরের পক্ষে সম্ভব নয় বলে তারা মত প্রকাশ করেন।মানুষের এই ধারনা সত্যি হলে এটি একটি ভয়াবহ ব্যাপার বলে অনেকে মনে করছেন। এটি পরবর্তিতেও বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্যে মারাত্মক হুমকি হতে পারে বলে মানুষ মনে করছে। অনেকে বলছেন, মায়ের অসুস্থতার তাঁর কাছে আসার ক্ষেত্রে কোনো বাঁধাই বাঁধা হয়ে দাঁড়াতে পারে না।

কেউ কেউ আবার তারেক রহমানের বক্তব্যের সমর্থনে বলার চেষ্টা করছেন যে, একজন ভবিষ্যত দেশ নায়ককে অনেক দিক ভেবে সিদ্ধান্ত নিতে হয়। নিশ্চয়ই এমন কোনো বিষয় আছে যা তাঁকে এমন কঠিন সময়ে দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহনকে।বিলম্বিত করছে। বাধা কেটে গেলেই তিনি দেশে ফিরবেন বলে তারা উল্লেখ করেন।


শেয়ার করুন