তিস্তা নিউজ ডেস্ক ঃ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের সময় একটি স্কুলের মসজিদে একাধিক বিস্ফোরণে শিক্ষার্থী ও শিক্ষকসহ কমপক্ষে ৫০ জনের বেশি আহত হয়েছেন।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জাকার্তা গ্লোব জানিয়েছে, উত্তর জাকার্তার স্টেট সিনিয়র হাই স্কুলে দুপুর ১২টা ৩০ নিনিট নাগাদ বিস্ফোরণগুলো ঘটে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
নগর পুলিশের প্রধান আসেপ এদি সুহেরি বলেছেন, বিস্ফোরণের কারণ এখনো অজানা। ঘটনা তদন্ত করা হচ্ছে।
সুহেরি বলেন, এখন পর্যন্ত ৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের ছোটখাটো, অনেকের গুরুতর আঘাত লেগেছে। অনেকের শরীরে পুড়েও গেছে।
স্থানীয় টিভি চ্যানেলগুলোর ফুটেজে স্কুলের চারপাশে পুলিশ লাইনের অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকার দৃশ্য দেখানো হয়েছে। মসজিদের ছবিতে কোনো ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যায়নি।


