Friday, November 7, 2025

ডা. জাকির নায়েককে বাংলাদেশে আসতে বাধা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন

 
ডাঃ জাকির নায়েক 

বদিউজ্জামান জলঢাকা নীলফামারীঃ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডা. জাকির নায়েককে বাংলাদেশে আসতে বাধা প্রদান এবং চলমান ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামের প্রচার ও শান্তির বাণী ছড়িয়ে দিতে ডা. জাকির নায়েক বিশ্বব্যাপী যে ভূমিকা রাখছেন, তা প্রশংসনীয়। তাঁকে বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া মতপ্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় চেতনার উপর আঘাত। বক্তারা আরও বলেন, ভারত সরকার মুসলিম সম্প্রদায়ের উপর যে নির্যাতন ও আগ্রাসন চালাচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, এনসিপি 'র নীলফামারী জেলা যুগ্ম আহ্বায়ক মোহাইমেনুল হক সানা,প্রিন্স মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব রক্সি, জাতীয় যুবশক্তি জলঢাকা পৌরসভা সভাপতি বেলাল ইমতিয়াজ, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা মুখ্য সংগঠক সাবাব তানজিম, আব্দুল হাকিম সাবুপ্রমুখ।

বক্তারা বলেন, মুসলিম বিশ্বের ঐক্য বজায় রেখে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো সময়ের দাবি। 


শেয়ার করুন