Saturday, November 22, 2025

নীলফামারী-০১ আসনে দাড়িপাল্লার সমর্থনে বিশাল মোটর সাইকেল শো-ডাউন

 

মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ  নীলফামারী-১ (ডোমার-ডিমলা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সাত্তারের সমর্থনে স্মরনকালের বৃহত্তম শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে। প্রায় পাঁচ সহস্রাধিক মোটর সাইকেলের বিশাল বহর ডিমলা ইসলামিয়া কলেজ মাঠ থেকে শুরু হয়ে ডিমলা শহর প্রদক্ষিন করে, নাউতারা, ঝুনাগাছ চাপানী, খালিশা চাপানী শঠিবাড়ী, খগাখড়িবাড়ী, ঠাকুরগঞ্জ হয়ে ডোমার উপজেলা সদর প্রদক্ষিন করে আবার ডিমলায় এসে শেষ হয়। মোটর শোভাযাত্রার পুরোভাগে জেলা জামায়াতের আমীর ও নীলফামারী-১ আসনের প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম ও ইসলামী ছাত্রশিবিরের নীলফামারী জেলা সেক্রেটারি মু. রেজাউল করিম উপস্থিত থেকে নেতৃত্ব দান করেন। এ সময় ডিমলা উপজেলা আমীর মাওলানা মুজিবুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি রোকনুজ্জামান বকুল,ডোমার উপজেলা আমীর মাওলানা আব্দিল হাকিম সহ দুই উপজেলার জামায়াত নেতৃবৃন্দ তাদের সাথে ছিলেন।

শোভাযাত্রায় অংশ নেওয়া খালিশা চাপানী ইউনিয়নের জামায়াত কর্মী মোশাররফ হোসেন জানান, মোটর সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহনের জন্য সংগঠন তাদেরকে কোনো জ্বালানী খরচ দেয় নাই, কর্মীগন স্বতস্ফুর্তভাবে নিজের টাকা খরচ করে উৎসাহের সাথে এই শোভাযাত্রায় অংশগ্রহন করেছে। ডোমার সোনারায় ইউনিয়নের কর্মী মনজুরুল ইসলাম বলেন, আমরা আমাদের ইউনিয়ন থেকে দুইশ মোটর সাইকেল নিয়ে এই শোভাযাত্রায় অংশগ্রহন করেছি। টাকা পয়সা ছাড়াই এতো কষ্ট করে এই শোভাযাত্রায় কেনো অংশ নিয়েছেন - প্রশ্নের জবাবে মোটর সাইকেলের পেছনে বসে থাকা তার বয়োবৃদ্ধ বাবা বলেন- একজন সৎ মানুষকে নির্বাচন করতে আমাদের আরও বেশী ত্যাগ স্বীকার করা উচিত।

শোভাযাত্রার পুরোটা সময় জুড়ে অংশগ্রহনকারিদের ব্যাপক উচ্ছ্বসিত ও থেমে থেমে 'দাঁড়িপাল্লা' শ্লোগানে মুখরিত হতে দেখা গেছে।


শেয়ার করুন