Friday, November 21, 2025

জলঢাকায় সনাতন ধর্মালম্বীদের নিয়ে জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

 

মাহমুদ আল-হাছান, তিস্তা নিউজঃ  নীলফামারীর জলঢাকায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে নির্বাচনী সমাবেশ করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখা। উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও সেক্রেটারি মোয়াম্মার আল হাসান এর সঞ্চালনায় জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় দুই সহস্রাধিক হিন্দু ধর্মাবলম্বী এই সমাবেশে অংশগ্রহন করেন। সমাবেশে ১০ জন হিন্দু নেতা বক্তব্য প্রদান করেন। হিন্দু নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এতদিন হিন্দুদেরকে একটি বিশেষ দলের দিকে ঠেলে দিয়ে পক্ষ বানিয়ে রাখা হয়েছিলো। হিন্দুরা যে কারো হাতের পুতুল কিংবা পকেটের ভোট নয় তা এই সমাবেশে উপস্থিতিই প্রমান করে দিয়েছে। তারা বলেন, জামায়াতও এতদিন হিন্দুদেরকে কাছে টানার পরিবর্তে  দূরে রাখার নীতি অবলম্বন করেছিলো। তারা সকলে এই মানসিকতার পরিবর্তনের আহ্বান জানান।

হিন্দু নেতা রামানুষ রায় বলেন, বিগত সরকারের আমলেও হিন্দুদের প্রতি বৈষম্যমূলক আচরন করা হয়েছে।  সারাদেশে মুসলমানদের জন্যে অনেক মডেল মসজিদ নির্মান করা হলেও হিন্দুদের জন্যে কোনো মডেল মন্দির নির্মান করা হয় নাই। তিনি বলেন, হিন্দুরা বিভিন্ন সময় সাইবার বুলিং ও ক্রাইমের শিকার হচ্ছেন। হিন্দু যুবকের নামে ফেসবুকে ফেইক আইডি খুলে অসত্য তথ্য ছড়িয়ে হিন্দুদেরকে জব্দ করা হয়। তিনি বিপদে আপদে সবসময় হিন্দুদের পাশে থাকতে জামায়াতের প্রতি আহ্বান জানান।

সমাবেশে প্রধান অতিথি  নীলফামারী- ৩ (জলঢাকা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী তার বক্তব্যে বলেন, জামায়াত সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।  জামায়াত ক্ষমতায় গেলে ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হবে যে সমাজ ও রাষ্ট্রে ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবে না। তিনি বলেন, তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করা হলে তিনি হিন্দুদের সকল সমস্যা সমাধানে তাদের পাশে থাকবেন।  

সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মনিরুজ্জামান জুয়েল, কর্ম পরিষদ সদস্য সাদের হোসেন সহ উপজেলা জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


শেয়ার করুন