মাহমুদ আল-হাছান তিস্তা নিউজঃ নীলফামারীর জলঢাকা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন উদ্যোগে , জলঢাকায় বিশাল শ্রমিক সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৩'০০টায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ সমাবেশ। জলঢাকা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি বুলবুল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথী হিসাবে বক্তব্য প্রদান করেন শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি, শ্রমিক নেতা অধ্যাপক হারুন অর রশীদ। প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় পর্যায়ে সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
সমাবেশের প্রধান বক্তা নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী বলেন, শ্রমিকগন আল্লাহর প্রিয় বান্দা। তিনি বলেন, তাঁর সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে শ্রমজীবি জনতা। বিগত সরকারের আমলে শ্রমিকদের আইডি কার্ড নিয়ে ভাওতাবাজীর রাজনীতি হয়েছে। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁর সর্বশক্তি নিয়োগের অঙ্গীকার ব্যাক্ত করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য সাদের হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল,উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাছান, সহকারি সেক্রেটারি প্রভাষক মুজাহিদ মাসুম প্রমূখ ।
সমাবেশ শেষে কয়েক হাজার শ্রমিকের একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিন করে। শ্রমিকগণ দাঁড়িপাল্লা শ্লোগানে মুখরিত করে তোলে পুরো জলঢাকা।


